ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু। প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হরিলাল রবিদাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গঙ্গাচড়া সদরের ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরিলাল রবিদাস ভূটকা গ্রামের মৃত লক্ষীচরণ রবিদাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকেরা জানান, হরিলাল দীর্ঘদিন ধরে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে জুতা সেলাইয়ের কাজ করতেন। গতকাল বুধবার রাতে কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে বৃদ্ধ পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পায়।

এসময় আশপাশের লোকজন আহত হরিলালকে চিকিৎসার জন্য গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে হরিলাল রবিদাস মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, দুর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

 জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার

নওগাঁ ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইন

ডি পলের অভিষেক ম্যাচে মেসির জোড়া অ্যাসিস্ট

শিশু আছিয়ার পরিবারকে ঘর ও গাভী উপহার দিল জামায়াত 

ময়মনসিংহে ‘কুপিয়ে’ জোড়া হত্যাকান্ড