ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

এসি বিস্ফোরণ ঠেকাতে যেসব ভুল করবেন না

এসি বিস্ফোরণ ঠেকাতে যেসব ভুল করবেন না। ছবি সংগৃহীত

গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। এরপরের চিন্তা হচ্ছে এসি বিস্ফোরণ হওয়া। নানান কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

তবে আপনি যদি এসি ব্যবহারে সতর্ক হোন তাহলে এসি বিস্ফোরণের মতো দুর্ঘটনা সহজে এড়াতে পারবেন। ছোট ছোট কিছু বিষয় মেনে চললে নিরাপদে এসি ব্যবহার করা যাবে।

ফিল্টার পরিষ্কার রাখা
যদি কেউ এসি ব্যবহার করতে শুরু করেন, তাহলে তার নিয়মিত এর ফিল্টার পরিষ্কার করা উচিত। সেটা নিজে না করতে পারলে এসি মেকানিককে ডাকতে হবে। পরিষ্কার করার পরেই এসি ব্যবহার করতে হবে। কারণ নোংরা ফিল্টারের কারণে এসির ঠান্ডা করার ক্ষমতা বা কুলিং হ্রাস পায়। অতিরিক্ত গরম হতে শুরু করে এসি। আর ওভারহিটিং বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার জেরে এসির কম্প্রেসর ফেটে যেতে পারে। সেই কারণে সময়ে সময়ে পরিষ্কার করতে হবে এসির ফিল্টার।

সঠিক টেম্পারেচার সেটিং
ঘরের তাপমাত্রা শিমলার মতো বরফ-শীতল না হলেও চলবে। মোটামুটি স্বস্তিদায়ক শীতল এক তাপমাত্রা বজায় রাখলেই হলো। তাই এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেট করতে হবে। ২৪ ডিগ্রির তুলনায় কম তাপমাত্রায় এসি রাখা ঠিক নয়। আসলে ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রাখলে বিদ্যুৎ তো সাশ্রয় হয়ই, সেই সঙ্গে এসির উপরেও চাপ পড়ে না। ফলে এসিতে বিস্ফোরণের আশঙ্কাও কমে যায়।

সার্ভিসিং
অতিরিক্ত গরমের মধ্যে রাতের পাশাপাশি দিনের বেলাতেও এসি চলতে থাকে। এই পরিস্থিতিতে সময়ে সময়ে এসি সার্ভিসিং করতে থাকা গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করবে যে, এসি সঠিক ভাবে কাজ করছে এবং এতে কোনও প্রযুক্তিগত ত্রুটি নেই। বহু সময় প্রযুক্তিগত ত্রুটির জেরে এসি-তে আগুন ধরে যায়।

আরও পড়ুন

বায়ু চলাচল বা ভেন্টিলেশন
এসি চালানোর পাশাপাশি ঘরে সঠিক বায়ু চলাচল বজায় রাখা আবশ্যক। এটা ঠিক যে, ঘর বেশি খোলামেলা রাখলে ঠান্ডা হতে চায় না, তবে ঘরে এত বেশি ঠাসাঠাসিও করা উচিত নয়, যা দমবন্ধকর পরিস্থিতি তৈরি করে। এসির পাশাপাশি ফ্যান চালিয়ে রাখা জরুরি। এতে ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। আর এসির উপরেও চাপ কমে এবং ঘর দ্রুত ঠান্ডা হয়।

সরাসরি রোদের তাপ থেকে রক্ষা
যদি এসি সূর্যের দিকে মুখ করে বসানো হয়, অর্থাৎ যদি এসির উপর সূর্যের আলো সরাসরি ভাবে পড়ে, তাহলে এসি ঠান্ডা ঘর ঠান্ডা করতে বেশি সময় নেয়। এমনকি সূর্যের তাপের কারণে এসি অতিরিক্ত গরম হতে পারে। যা অগ্নিকাণ্ডের আশঙ্কা বাড়ায়।

এসির অতিরিক্ত চাপ দেওয়া চলবে না। ঘরে বেশি মানুষ থাকলে এসির উপর চাপ বেশি পড়বে এবং এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখলে ব্যবহারকারী এসিকে নিরাপদ এবং টেকসই করে তুলতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে সহজ হবে : আমীর খসরু

ফোরদো পারমাণবিক স্থাপনায় ১২টি ‘বাংকার বাস্টার’ বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যুক্তরাষ্ট্রের হামলার পরও পরমাণু স্থাপনা বন্ধ না করার ঘোষণা ইরানের

ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে : ট্রাম্প

ইশরাক সমর্থকদের অবস্থানে আজও বন্ধ নগরভবন