ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত

কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। ছবি সংগৃহীত

বাইকের ভালো মাইলেজ পেতে ইঞ্জিন ঠিক রাখা খুবই জরুরি। যদি সময়মতো বাইকের ইঞ্জিন অয়েল না বদলান, তা হলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই নিয়মিত বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। কিন্তু কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত তা অনেকেই জানেন না।

বাইকের মডেল ও ইঞ্জিনের ধরন অনুযায়ী অয়েল বদলানোর সময়ের তফাত হতে পারে। নতুন বাইকের ক্ষেত্রে প্রথম সার্ভিসে প্রায় ৫০০-৭৫০ কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল বদলানো হয়।

সিনথেটিক অয়েল ব্যবহার করলে আপনি ৫ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলাতে পারেন। তবে বাইক খুব পুরোনো হলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে।

বাইক যদি পুরোনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরোনো বাইক থেকেও আপনি ভালো মাইলেজ পেতে পারেন।

আরও পড়ুন

শহরে ট্র্যাফিকের কারণে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদল করতে হয়, ক্লাচ চাপতে হয়। ফলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে। এই কারণে, প্রতি ৩০০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল বদলানো ভালো। হাইওয়েতে বাইক লাগাতার চলে, এতে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে খারাপ হয়। এই অবস্থায় ৪০০০-৫০০০ কিলোমিটার পর্যন্ত চালিয়ে তার পর অয়েল বদলানো যায়।

বাইকের ম্যানুয়াল অনুযায়ী এবং মেকানিকের পরামর্শ অনুযায়ী অয়েল বদলে নিন। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন দীর্ঘস্থায়ী ও মাইলেজ ভালো থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ২৩ জন হাসপাতালে ভর্তি

মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব : পরিবেশ উপদেষ্টা

হার্ট ভালো রাখতে কী খাবেন