নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যার পর একই বাড়িতে আত্মহত্যা করেছেন স্বামী রাশেদ মিয়া।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রাশেদ মিয়া ও রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। রাশেদ পেশায় কখনো মাছ ধরে বাজারে বিক্রি করতেন আবার বিভিন্ন সময় মানুষের বাসা বাড়িতে দিনমজুরের কাজ করতেন। বছরখানেক ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
এর জেরে শনিবার দুপুর ১ টার দিকে রাশেদ তার স্ত্রীকে ঘরে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রাবেয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘর থেকে বারান্দায় এনে মাথায় পানি ঢালতে থাকেন। কিছুক্ষণের মধ্যে রাবেয়া মারা গেলে তিনি আবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।
এরপর ঘরের ভেতর মাছ ধরার জালের রশি গলায় পেঁচিয়ে আড়ার সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরিবার ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শী প্রতিবেশী এক যুবক বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির জেরে রাশেদ মিয়া তার স্ত্রীকে ঘরে দা দিয়ে কুপিয়ে বাইরে বারান্দায় এনে মাথায় পানি ঢালেন। পরে রাবেয়ার মৃত্যু নিশ্চিত হলে তিনি ঘরে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কলমাকান্দা থানার ওসি লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করাসহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন