ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ মে, ২০২৫, ১০:৪৪ দুপুর

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে

ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে বন্ধ হচ্ছে স্কাইপে, ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি ডেস্ক: এক সময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপে। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম এই অ্যাপ্লিকেশনটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। মাইক্রোসফট একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আরও আগেই। অবশেষে আজ (৫ মে) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে। 

২০০৩ সালে চালু হওয়া স্কাইপে ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করতেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে কিনে নিলে, এটি আরও বিস্তৃত ব্যবহারকারীর দখলে চলে আসে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে প্রযুক্তির ভাষা, এসেছে জুম, গুগল মিট, টিমসসহ নানা প্ল্যাটফর্ম। আর এতেই ক্রমেই পিছিয়ে পড়ে স্কাইপে।বন্ধ করে দেওয়ার ঘোষণার পর থেকেই স্কাইপের সব কার্যক্রম ধীরে ধীরে মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হয়। স্কাইপে বন্ধ হয়ে গেলেও তাই ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমসের মাধ্যমেই পাবেন। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য দিয়েই মাইক্রোসফট টিমসে বিনা খরচে লগইন করতে পারবেন। এতে আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সদস্য সচিব আখতারের নগদ ১৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ৬ মাসে পল্লী বিদ্যুতের ২৯টি ট্রান্সফরমার চুরি

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে বড় দরপতন

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল