ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ঠিকাদার কাজ না করায়

বগুড়া কাহালুর কল্যাপাড়া থেকে মাদ্রাসা অভিমুখী সড়কের বেহাল দশা

বগুড়া কাহালুর কল্যাপাড়া থেকে মাদ্রাসা অভিমুখী সড়কের বেহাল দশা। ছবি : দৈনিক করতোয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করায় কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কল্যাপাড়া গ্রাম থেকে কল্যাপাড়া ফাজিল মাদ্রাসা অভিমুখী সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। ফলে ওই গ্রামের সাধারণ মানুষসহ গ্রামের দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা গেছে, এলজিইডি’র অর্থায়নে ৯৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে কল্যাপাড়া গ্রাম থেকে কল্যাপড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা পর্যন্ত ৯শ’ মিটার সড়কটি পাকাকরণের কাজ শুরু করা হয়। তবে আগে পুরো সড়কটি ছিল ইটের সলিং বিছানো। প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সড়কের সলিংরঢন সব ইট তুলে ফেলে এবং ওই ইটগুলো ভেঙে খোয়া তৈরি করে।

ইট ভাঙার কাজ শেষ হবার পর থেকেই সড়ক নির্মাণের কাজও বন্ধ হয়ে যায়। এদিকে সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকার কারণে চলতি বর্ষা মৌসুমের সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে যাওয়ায় গ্রামের মানুষসহ গ্রামে অবস্থিত দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং যানবাহন চলাচল করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

এদিকে গ্রামের ভুক্তভোগীরা জানান, আগে এ সড়কে ইট বিছানো ছিল সেটাই ভালো ছিল। কিন্তু ঠিকাদার পুরো সড়কের ইট তুলে ফেলায় গ্রামবাসীকে চরম বেকায়দায় ফেলে দিয়েছেন। ঠিকাদার সড়কের যেসব ইট তুলে খোয়া তৈরি করেছিল সে খোয়াগুলোও নেই। এবিষয়ে মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন।

উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, কাজটি নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল। তবে আসন্ন ঈদ-উল আযহার আগেই জনদুর্ভোগ লাঘবে সড়কটিতে বালি ও খোয়া দিয়ে গ্রামবাসীর চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

পদত্যাগ করতে পারেন ফারুক,আলোচনায় আমিনুল

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল