নাটোরের লালপুরে বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় আটক ৩

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর বাজারে ইজারা নেওয়ার নামে বাজারের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বিভিন্ন কোম্পানির ট্রাকসহ অন্যান্য স্থান থেকে চাঁদা সংগ্রহের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রোববার বিকেলে উপজেলার লালপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উত্তর লালপুর এলাকার তাইবুর রহমানের ছেলে মো: তাজমুল হক, শফিউল ইসলামের ছেলে মো: উৎস ইসলাম ও কামরুল হোসেনের ছেলে মোঃ জনি ইসলাম। জানা গেছে, লালপুর বাজারে ইজারা নেওয়ার নামে ১৪০ টাকার ভুয়া রিসিট তৈরি করে বাজারের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বিভিন্ন কোম্পানির ট্রাকসহ অন্যান্য স্থান থেকে চাঁদা সংগ্রহ করে আসছিলো।
আরও পড়ুনভুক্তভোগীরা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। লালপুর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোমিনুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
মন্তব্য করুন