ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে, ২০২৫, ০৬:৪১ বিকাল

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক বাংলাদেশি ২৪ জনকে ফেরত দিল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক বাংলাদেশি ২৪ জনকে ফেরত দিল বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার গভীর রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবি’র পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন, বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি ২৪ নারী-পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।  আটক ওই বাংলাদেশিদেরকে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানতে পারেন।

তখন অবৈধভাবে কোন নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য প্রতিপক্ষ বিএসএফকে কঠোর বার্তা প্রদান করা হয়। বার্তায় বিএসএফকে আরও জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশি নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদেরকে গ্রহণ করা হবে। কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশি নয় এমন কোন ব্যক্তিকে বাংলাদেশের ভূখন্ডে ঢুকতে দেয়া হবে না।

এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৪ শিশু ও মহিলা ১২ জনের নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর  করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে আটক ফুলবাড়ী উপজেলা দাসিয়ারছড়া সমন্বয় পাড়া অধিবাসী জসীমউদ্দীনের ছেলে তাজুল ইসলাম জানান, পরিবারের সাতজন সদস্যসহ দিল্লির হরি আনা প্রজাপতি ইটভাটায় দীর্ঘ ৭ বছর ধরে কাজ করে আসছি।

কয়েকদিন আগে ভারতীয় প্রশাসন আমাদেরকে ধাওয়া করে। ভয়ে দেশে ফেরার জন্য তিনদিন আগে বের হয়েছি। পার হওয়ার সুযোগ নেই। সীমান্তে ঘোরাঘুরির সময় বিএসএফের হাতে আটক হয়েছি। বিএসএফ আমাদের কাছে বিস্তারিত শুনে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদেরকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়া খলিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ সংকট, পরিত্যক্ত ভবন ঝুঁকিপূর্ণ

"সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না"

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান