বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে রিমা আক্তার মীম (২০) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই দক্ষিণ পাড়া গ্রামে। রিমা আক্তার মীম ওই গ্রামের মো. মোহনের স্ত্রী।
পারিবারিক কলহের কারণে মনের ক্ষোভে রিমা বাড়ির লোকজনের অগোচরে তার শোয়ার ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রিমার বাবার বাড়ি মানিকগঞ্জ জেলায়।
আরও পড়ুনদুই বছর আগে মোহনের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের ১১ মাস বয়সের একটি ছেলে রয়েছে। এ বিষয়ে কাহালু থানার একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন