ঠাকুরগাঁও হরিপুরে পতিত জমিতে খিরা চাষ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে জহিরুল হক নামে এক প্রান্তিক কৃষক তার ৮ কাঠা পতিত জমিতে শীতকালীন অগ্রিম সবজি হিসেবে দেশি খিরার আবাদ করেছেন। ক্ষেতে খিরার গাছ খুব দ্রুত বড় হতে শুরু করেছে। কৃষক বুকভরা আশা নিয়ে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে।
উপজেলার বকুয়া কাসুয়া পাড়ার গ্রামের খিরা চাষি জহিরুল বলেন, আমি একজন প্রান্তিক কৃষক আমার এই আট কাঠা জমি পতিত পরে ছিল। আশপাশের জমিতে সবাই ধান চাষ করেছে। আমার জমিটা একটু উঁচু তাই আমি ধানের বিকল্প হিসেবে শীতকালীন অগ্রিম সবজি দেশি খিরার চাষ করেছি। খিরার ক্ষেতর গাছ ভালো ভাবেই বেড়ে উঠা শুরু করেছে। এখন ক্ষেতে নিরানি ও পরিচর্যা চলছে। কয়েক দিন পরেই ক্ষেতে মাচা দিতে হবে। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে ৭ হাজার টাকা আরো ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হতে পারে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এই ক্ষেত থেকে আমি ২০ থেকে ৩০ হাজার টাকার খিরা বিক্রিয়ের আশা করছি।
আরও পড়ুনহরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন বলেন, দেশি জাতের খিরা চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। দেশি খিরা সাধারণত ৪৫-৫০ দিন পর ফল ফলন দিতে শুরু করে। এটি একটি স্বল্প মেয়াদী ফসল, যার জীবনকাল ৯০ দিনের মধ্যে শেষ হয়ে যায়।
মন্তব্য করুন