ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শ্রীপুরে গুদাম থেকে তিন টন ভেজাল সার জব্দ, আটক হয়নি কেউ 

শ্রীপুরে গুদাম থেকে তিন টন ভেজাল সার জব্দ, আটক হয়নি কেউ 

নিউজ ডেস্ক:  গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের একটি গুদামে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে তারা গুদামটি সিলগালা করে দিয়েছে। অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি তারা। 


বৃহস্পতিবার (২২ মে) রাতে ওই গুদামে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। 

এলাকাবাসী জানান, রফিকুল ইসলামের মালিকানাধীন একটি ঘরে অটোরিকশার চার্জ দেওয়ার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল সার উৎপাদন করছিলেন স্থানীয় মো. মাসুদ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন টন ভেজাল সার জব্দ করে উপজেলা প্রশাসন। 

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ভেজাল সার উৎপাদনের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। সারগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। গুদামটিতে তালা লাগানো হয়েছে।”

শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, “একই স্থানে বিভিন্ন নামে সার উৎপাদন চলছিল। ভবিষ্যতে ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় বন কর্মকর্তার বাসায় চুরি সংঘটিত

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি দারিদ্র মুক্ত দেশ গড়ে তুলবে : আবিদুর রহমান সোহেল

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনায় পানিবৃদ্ধি টানা বৃষ্টিতে ফসলহানি

নাটোর বড়াইগ্রামে সাপের কামড়ে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় "সারিয়াকান্দি নদীবন্দর" প্রতিষ্ঠার কাজ এগিয়ে, উচ্ছ্বসিত এলাকাবাসী

রাকসু নির্বাচনে গণযোগাযোগ বিভাগ থেকে ভিপিসহ ২২ প্রার্থী