ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

উখিয়ায় নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার

নাফ নদী থেকে জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে স্থানীয় এক বাংলাদেশি নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হয়নি আটক হয়নি।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধারকৃত লাশটি পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ছৈয়দুল বশর(১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হাতের বাহু ও ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা শনিবার সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, স্থানীয়দের খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন