শেরপুরের হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ ডেস্ক: শেরপুর শহরের সিংপাড়া এলাকার বাসা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুদ রানা।
শুক্রবার (২৩ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনশেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন