ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

নাটোরে আল চিশতী মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

নাটোরে আল চিশতী মাজারে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি :  নাটোর সদর উপজেলার লোচনগর গ্রামে আল চিশতী নামে একটি মাজারে বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এ হামলা করা হয়েছে বলে আয়োজকরা দাবি করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার দিনগত রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সেখানে বাউল সংগীতের আসর বসার কথা ছিল। এই পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছেন আয়োজকরা। তবে এ ঘটনায় এলাকায় দুইটি পক্ষ অবস্থান করছে বলে জানা গেছে।

মাজার কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও মাজার চত্বরে বাৎসরিক বাউল সংগীতের আয়োজন করা হয়। যা আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল। এজন্য গত সোমবার দিনভর প্যান্ডেলটি নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু রাতে দুর্বৃত্তরা অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। এতে ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, বাউল সংগীত উৎসবের নামে ওই মাজারে বেআইনি কার্যক্রম চলে। এজন্য গ্রামের সাধারণ মানুষ এই ধরনের অনুষ্ঠান হোক এটা চান না। কারণ সেখানে অশ্লীলতা ও মাদক সেবন করা হয়। এজন্য বিক্ষুব্ধ লোকজন প্যান্ডেলটি ভেঙে দিয়েছেন।

আরও পড়ুন

আল চিশতী মাজার কমিটির সভাপতি মোঃ হোসেন কবিরাজ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, প্রতি বছর এই দিন  এবং সময়ে মাজারে বাৎসরিক বাউল সংগীতের আয়োজন করা হয়। সেখানে কোন প্রকার অশ্লীলতা ও মাদক সেবন করা হয় না।

একটি চক্র বা গ্রামের কতিপয় ব্যক্তির বার্ষিক এই আয়োজনের জন্য চাঁদা দিতে হয়। এবারও তারা চাঁদা চেয়েছে কিন্তু তাদের দেয়া হয়নি। এজন্য তারা অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। তিনি বলেন, আমরা তাদেও চিনি এবং জানি। তবে নিরাপত্তার কারণে তাদের পরিচয় জানাতে পারছি না। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে