ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

পুতিনের লক্ষ্য ইউক্রেনকে দখল ও ধ্বংস করা : জেলেনস্কি

পুতিনের লক্ষ্য ইউক্রেনকে দখল ও ধ্বংস করা : জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধে ইউক্রেনের অস্তিত্ব বজায় থাকাই এখন তাদের বিজয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পুতিনের লক্ষ্য ইউক্রেনকে দখল ও ধ্বংস করা। যতদিন আমরা টিকে আছি, ততদিন বিজয় আমাদের।’

যদিও রাশিয়া বারবার দাবি করে আসছে, পুরো ইউক্রেন দখল করতে চায় না তারা। তবে শান্তিচুক্তির শর্ত হিসেবে তারা ইউক্রেনের নিরপেক্ষতা, সেনাশক্তি হ্রাস এবং ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার মতো দখলকৃত অঞ্চলগুলোর স্বীকৃতি চাইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন সফর করবেন ইউরোপের কয়েকজন নেতা। এসময় শিগগিরই পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি। তবে কিয়েভে সরকারি দপ্তরে ভয়াবহ রুশ বিমান হামলার পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি। ওই হামলায় চারজন নিহত এবং অনেকে আহত হন।

এদিকে ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রে অন্তত তিন গুণ এগিয়ে আছে রাশিয়া। গুরুত্বপূর্ণ স্থানে এ ব্যবধান ছয় গুণ পর্যন্ত হতে পারে বলে দাবি তার। যদিও ইউক্রেন কয়েকটি এলাকায় কিছু ভূখণ্ড পুনর্দখল করেছে। তবে রাশিয়া এখনও দেশটির প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। 

আরও পড়ুন

অন্যদিকে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন এ হামলার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ‘কূটনৈতিক প্রচেষ্টা’কে উপহাস করার অভিযোগ এনেছেন। খবর : সিএনএন ও এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি: আবিদুল

মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

থুতুকাণ্ডের জন্য এবার এমএলএসে তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

মৌলভীবাজারে যুবককে গলা কেটে হত্যা