থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এ রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগে শাস্তিভোগের সময় কারাগারের বদলে হাসপাতালের ভিআইপি কক্ষে থাকায় থাকসিন এমন শাস্তির মুখোমুখি হয়েছেন। রায়ে আরো বলা হয়, হাসপাতালের ভিআইপি কক্ষে থাসকিনের থাকার সুযোগ পাওয়া ছিল অবৈধ। আদালত মনে করেন, শুধু চিকিৎসার কারণে নয়, বরং নিজেই ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেছিলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।
থাকসিনের বিরুদ্ধে এ রায় তার প্রভাবশালী পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা। তাদের পরিবার দুই দশকের বেশি সময় ধরে থাই রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে। মাত্র ১১ দিন আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারান তার মেয়ে ও উত্তরসূরি পায়েতংতার্ন সিনাওয়াত্রা।
২০২৩ সালে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন থাকসিন। স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তখন তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজকীয় ক্ষমায় সেই সাজা কমে এক বছরে নেমে আসে। তবে জেলখানায় কয়েক ঘণ্টা কাটানোর পরই বুকে ব্যথা ও হৃদরোগের অজুহাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ছয় মাস ভিআইপি কক্ষেই কাটান তিনি, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনএদিকে, গত মাসে পায়েতংতার্নের ক্ষমতাচ্যুতির পর কয়েক দিন রাজনৈতিক অস্থিরতা চলার পর শুক্রবার সংসদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী অনুতিন চার্নভিরাকুল। এতেই থাকসিনের দল পিউ থাইয়ের বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ে পড়েছে। সূত্র : রয়টার্স।
মন্তব্য করুন