সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের নামে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সামাদ আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ ডিআইও-১ হাফিজুর রহমান।
দণ্ডপ্রাপ্ত সামাদ আলী সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, টিআরসি নিয়োগ ২০২৫ পরীক্ষার লিখিত অংশ শেষে সামাদ আলী বিভিন্ন প্রার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা থানাধীন সংগীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আরও পড়ুনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করার পর তাকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের আদালতে তোলা হয়। পরে মোবাইল কোর্ট দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
মন্তব্য করুন