ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ভোটার তালিকার ভুল এড়াতে যেসব নির্দেশনা দিল ইসি

ছবি : সংগৃহিত,ভোটার তালিকার ভুল এড়াতে যেসব নির্দেশনা দিল ইসি

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে। তবে এতে যে কোনো ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 
 
সোমবার (২৩ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম এবং মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রমও শেষ হয়েছে।
 
তবে ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা তৈরি হয়। সে কারণে, তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে সম্ভাব্য ভুলত্রুটি এড়াতে পুনরায় প্রুফ রিডিং ও সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন


ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) অনুযায়ী, পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওরে জান’খ্যাত গায়িকা মারুফা তৃষা গানের ভুবনের নতুন বিস্ময়

বগুড়ায় দুদক’র মামলা পরিচালনার জন্য তিন পিপি নিয়োগ

সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

সাতক্ষীরায় পুলিশে চাকরির প্রলোভন, প্রতারকের এক মাস কারাদণ্ড

নেপালে জেল ভেঙে পালাচ্ছেন বন্দিরা!

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান