ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

ভালো গল্প আর চরিত্রের প্রতিই মনোযোগ অর্ষা’র

অভিনেত্রী অর্ষা।

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন নন্দিত অভিনেত্রী অর্ষা। বিশেষত একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। ঢাকার মিরপুরেই জন্ম অর্ষার। তার বাবা এনামুল হক। তার দুই বোন ফাতিহা হক প্রীত ও খাদিজা হক চাঁদনী। প্রীত রাজধানীর মাস্টারমাইণ্ড স্কুলে শিক্ষকতা করছেন। আর চাঁদনী মাস্টার্স করছেন।

অর্ষার স্কুল ও কলেজ জীবন কেটেছে কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২২ সালের ১ জুলাই অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে অর্ষার বিয়ে হয়। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেলআই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে অর্ষা চতুর্থ হয়েছিলেন। এরপর প্রথম কাফী বীরের পরিচালনায় ‘দ্বন্ধ’ নামক নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার বিপরীতে ছিলেন শাহেদ শরীফ খান।

অর্ষা অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’,‘ মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’,‘ প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘ পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’, ইত্যাদি। ওটিটি প্লাটফরমেও বেশকিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে ভীষণ প্রশংসিত হন অর্ষা। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘সাবরিনা’, সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও শর্টর্ফিল্ম ‘জাহান’। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায়ও ভূষিত হয়েছেন। বাংলাদেশের নাট্যাঙ্গনে অর্ষা তার নিজের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের অনেক শিল্পী’সহ সিনিয়র শিল্পীরাও তার অভিনয়কে ভীষণ ভালোবাসেন। তার প্রতিটি নাটকের কিংবা ওয়েব সিরিজ, ফিল্মের সহশিল্পীরা তার সঙ্গে অভিনয় করতে সবসময়ই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ অর্ষা একজন জাত অভিনেত্রী। যদিও বা পুরো মাসজুড়ে অভিনয়ের জন্য তাকে ব্যস্ত থাকতে হয়না। কিন্তু তিনি সবসময় কোয়ালিটি কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

আরও পড়ুন

বরিশালের বাবুগঞ্জ থানার দেহের গতিতে অর্ষাদের গ্রামের বাড়ি। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লার সুর করা ও উপমহাদেশের আরেক প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোসলেরও গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’তে মডেল হয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন অর্ষা। এর কারণ দুটো। এক. রুনা লায়লার সুর করা গান এবং দুই. গানটি গেয়েছেন আশা ভোসলে। যে কারণে এই গানটির চিত্রায়ণে অর্ষা ভীষণ মন দিয়ে কাজটি করেছেন। যার লক্ষ্য করা যায় গানটির মিউজিক ভিডিওতে।

এদিকে গতকাল ছিলো অর্ষার জন্মদিন। নিজের কাজ প্রসঙ্গে অর্ষা বলেন,‘ সবসময়ের মতোই আমি ভালো গল্প এবং ভালো চরিত্রের প্রতিই মনোযোগী একজন শিল্পী। গল্পটা যেমন ভালো হওয়া খুউব জরুরী এবং এর পাশাপাশি আমি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সে বিষয়েও মনোযোগ থাকাটা জরুরী। আর জন্মদিন নিয়ে আসলে বিশেষ কোনো পরিকল্পনা ছিলোনা। এখন শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি দুই বাড়িতে মিলিয়েই হয়তো জন্মদিন কাটে। সবার দোয়া চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী