ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আজ শনিবার (১৭ মে। প্রতীকী ছবি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় পৌরসভার সামনে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ী পৌর এলাকার চক শাহবাজপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মো. লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) এবং অপরব্যক্তি বিরামপুর উপজেলার কুর্শাখালী বুকচী গ্রামের মৃত নজমুল হকের ছেলে মো. তোজাম্মেল হক (৩৬)। নিহত দু’জনেই হোটেল শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে দু’জনে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলযোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া ভাড়া বাসায় যাওয়ার পথে পৌরসভার সামনে এলে বিরামপুর থেকে ছেড়ে আসা আসা অজ্ঞাত একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হকও মারা যান।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত সোহাগ হোসেন এর বড় ভাই রশিদুল ইসলাম বাদি হয়ে সড়ক আইনে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও সহোযোগীর নামে থানায় একটি এজাহার দাখিল করেছেন। আজ শনিবার (১৭ মে সকালে মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার