ভিডিও শুক্রবার, ১৬ মে ২০২৫

‘অপারেশন সিঁদুর নিয়ে খুব তাড়াতাড়ি সিনেমা করব’

সংগৃহিত,‘অপারেশন সিঁদুর নিয়ে খুব তাড়াতাড়ি সিনেমা করব’

বিনোদন ডেস্ক : ভারতীয় পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি ‘চড়ক’ পাড়ি দিয়েছে কান চলচ্চিত্র উৎসবের মার্কেট সেকশনে। এই সপ্তাহেই দু’দিন ছবিটি দেখানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক। তবে তিনি যাননি কান-এ। শিলাদিত্য বলছেন, ‘প্রযোজক তার সেলস টিম নিয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত জানি এই সপ্তাহের দু’দিন ছবিটি দেখানো হবে।’

বাংলার চড়কের উপর ভিত্তি করে এই ‘চড়ক’ ছবিটি তৈরি হয়েছে। এর আগে বার্লিন চলচ্চিত্র উৎসবেও গিয়েছিল ছবিটা। কিন্তু কান চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে আমরা দেরি করে ফেলেছিলাম। তাই মার্কেট সেকশনে পাঠাতে হয়েছে। ইন্টারন্যাশনালি বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানোর পর ভারতে মুক্তি পাবে ছবিটি।’

শিলাদিত্য সাক্ষাৎকারে বলেন, ‘২০২৪-এ ছবির কাজ শুরু করি। কিছুটা পুরুলিয়া আর কিছুটা ঝাড়খণ্ডে শুটিং হয়েছে। ছবির লুক খুব রিয়্যালিস্টিক। ইচ্ছে করেই এ রকম রুক্ষ ব্যাকড্রপ রাখা হয়েছে। এই ছবিটা শেষ হওয়ার পরে পরের প্রজেক্টের অপেক্ষায় রয়েছি।’ 

তার কথায়, ‘দেশের বর্তমান পরিস্থিতির জন্য এখনই ঘোষণা করতে চাই না, তবে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে একটা ছবি বানাব খুব তাড়াতাড়ি। আমি সেই গল্পগুলো তুলে ধরব, যেগুলো বলা হচ্ছে না। ছবির নামটা রেজিস্ট্রেশন করাতে পেরেছি। বলিউডের অনেক প্রযোজক-পরিচালক শুনছি নামটার জন্য লাইন দিচ্ছেন।’

আরও পড়ুন

শেষে বলেন, ‘তবে আমার পরের ছবিই এটা হবে নাকি মাঝে অন্য কোনও ছবি করব, সেটা দেখতে হবে। কারণ, এই ছবিটার জন্য রিসার্চ করতে আমাকে কাশ্মীর যেতেই হবে। ওখানে ছাড়া শুটিং করাও সম্ভব নয়। এখন এগুলোর জন্য অনুমতি পাবো বলে মনে হয় না। তাই হয়ত অপেক্ষা করতে হবে কয়েকটা দিন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মম ফানুস ও গেরস্ত বাড়ি নিয়ে মুসফেরার স্বপ্ন

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ শুরু

ভ্রমণকন্যা মুনিয়া ৬০ জেলা ঘুরেছেন

আকাশে ওড়ার পরই খুলে গেল চাকা, যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের

দ্রুত জুলাই ঘোষণা দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিন : ফরহাদ মজহার