ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিশা

পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিশা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের একটি বড় পরিকল্পনা। সদ্যই টকশো-‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান; সেখানেই প্রথম অতিথি হিসেবে তানজিন তিশাকে নিয়ে হাজির হন জায়েদ। আর সেখানে যেয়ে তিশা জানালেন, আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান তিনি।

টকশোতে জায়েদ খান তাকে প্রশ্ন করেন-‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’-তিশা অকপটে জবাব দিয়ে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’ তিশা আরও বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

আরও পড়ুন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান। অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে-যার উত্তরও মজার ছলে দেন এই অভিনেতা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে গেল ভারতীয় দলের বাংলাদেশ সফর

দীপিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন

রংপুরের গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২শ’ বোতল মাদক উদ্ধার

‘নীলচক্র’র পর গল্প পড়ছেন মন দিয়ে মন্দিরা

হাসিনার লুটপাটের থিমে চারটি নতুন পোস্টার প্রকাশ