ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল  নিয়ে যা জানা গেল

অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল  নিয়ে যা জানা গেল, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন। তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা।এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়িয়ে পড়ে। যা দেখে ভক্তরাও চিন্তায় পড়ে যান। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। তবে না, মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তার নাম করে ভুয়া একটি ভিডিওই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

যদিও অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি সত্যি। জানা গেছে, হাঁটুর অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মিশা। সেখানেই ছবিটি তোলা।

প্রায় ৯ বছর আগে ‘মিসড ক‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা।
প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

আরও পড়ুন

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।তিনি জানান, যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

প্রসঙ্গত, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গণহত্যাকারী ইসরায়েরের সঙ্গে কোনো বাণিজ্য নয় : স্পেনের প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ২১ মে

লাইভ চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ২৭ জওয়ান

অবসর ভেঙে ব্রাজিল দলে ফিরলেন মার্তা