ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’র বিচারক তারা

‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’র বিচারক তারা

অভি মঈনুদ্দীন ঃ গত ১ ও ২ সেপ্টেম্বর দিন্যবাপী রাজধানীর শিশু একাডেমি’তে চার থেকে ২৫ বছর বয়সের আগ্রহী নৃত্যশিল্পীদের নিয়ে একটি নৃত্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আয়োজিত ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। নৃত্য প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহনকারী শত শত নৃত্যশিল্পীকে প্রতিযোগিতায় অংশগ্রহনের পূর্বে একক নৃত্যের জন্য ৭০০ টাকা ও দলীয় নৃত্যের জন্য ৫০০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়েছে। দেশব্যাপী ‘জাতীয় নৃত্য প্রতিযোগিতা’য় বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল চারটায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য রাখবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। এরইমধ্যে গত ১ সেপ্টেম্বর ক, খ ও গ বিভাগের ‘লোকনৃত্য’ (একক) প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের বিচারকার্য সম্পন্ন করেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং ‘বাফা’র সিনিয়র নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় ‘লোক নৃত্য’র বিচারক হিসেবে ছিলেন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।

প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে রুহী বলেন,‘ এর আগেও আমি এই আয়োজনে তিনবার বিচারকের ভূমিকায় কাজ করেছিলাম। এবারও যথারীতি বিচারক হিসেবে কাজ করেছি। এবারের প্রতিযোগিতায় দেশের নানান অঞ্চল থেকে বেশ ভালো ভালো প্রতিযোগিরা অংশগ্রহন করেছে। আগের বছরগুলোর চেয়ে এবার প্রতিযোগিরা নাচে বেশ ইমপ্রুভ করেছে। শুধু তাই নয় কোন নাচে কোন পোশাক পরিধান করতে হবে সে বিষয়েও বেশ ভালো খেয়াল রেখেছে প্রত্যেক প্রতিযোগিই। এবারের প্রতিযোগিতা নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

শখ বলেন,‘ এর আগে আমিও একই প্রতিযোগিতার বিচারক হিসেবে পরপর তিন বছর কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে এই বছর প্রতিযোগির সংখ্যা যেমন বেড়েছে তদ্রুপ প্রত্যেক প্রতিযোগিই নিজেদেরকে শতভাগ পারফেক্টলি উপস্থাপন করার চেষ্টা করেছে। এখান থেকেই বেড়িয়ে আসবে আমাদের আগামীর নৃত্যশিল্পীরা।’

আরও পড়ুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সিনিয়র নৃত্যশিল্পী ইয়াসমিন লাবণ্য বলেন,‘ দলীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিরা নিজেদের পারফর্ম্যান্সে ভীষণ মনোযোগী ছিলো। নৃত্য পরিবেশনের সময় বিশেষত প্রতিযোগিতার সময় অনেকের ভুল হয়ে যায়। ভুলটা কেউ করেনি। সবাই বেশ সিরিয়াসই ছিলো। যারা বিজয়ী হবে তাদের জন্য আমার শুভ কামনা রইলো। আর এই আয়োজনের বিচারক হিসেবে পরপর বেশ কয়েকবার থাকতে পেরেও আমি আনন্দিত।’

এদিকে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’ আগামী ৯ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা