ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর

রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান নয় : গয়েশ্বর, ছবি: সংগৃহীত।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়।আজ শনিবার (১০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘কখনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। বরং সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষই ঠিক করে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ।’ যারা এক-এগারো সৃষ্টি করেছিল, তারাই আজ নেপথ্যে থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে অভিযোগ বিএনপি’র এই নেতার। সরকারের সম্মতি ছাড়া সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে যেতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘বিদেশে বসেও যে সবাইকে এককাতারে এনে সফল আন্দোলন করা যায় তারেক রহমান তা প্রমাণ করেছেন। তাকে দেশে ফেরাতে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ আজকে তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু তার মেরুদণ্ড যে ভাঙা হয়েছিল তাতো খালাস হয়নি।’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই, তা সরকারের তরফ থেকে নিশ্চয়তার দাবি তুলে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সংস্কার কেউ কারও শত্রু না বরং গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ