ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মিরাজের সামনে টেস্ট র‌্যাংকিংয়ে একে ওঠার সুযোগ

মিরাজের সামনে টেস্ট র‌্যাংকিংয়ে একে ওঠার সুযোগ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তিন নম্বর পজিশন থেকে দুই নম্বরে উঠে এসেছেন। ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং ও রেটিং পয়েন্ট পেয়েছেন মিরাজ। তাতে হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের অলরাউন্ডার রবীন্দ্রর জাদেজার এক নম্বর স্থান।

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বর স্থানে থাকা জাদেজার রেটিং পয়েন্ট ৪০০। মিরাজ ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে আছে দুই নম্বর স্থানে। এর আগে মিরাজের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ২৯৫। ৩২ রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তার। তার উন্নতিতে পেছনে পড়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। এপ্রিলে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটিয়েছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে তার উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আইসিসি’র মাস সেরা খেলোয়াড় তালিকাতেও মনোনয়ন পেয়েছেন। এবার তার র‌্যাংকিংয়েও উন্নতি হলো। জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের ঝুলি ‘টইটুম্বুর’ ছিল মিরাজের। সিলেটে ম্যাচ হারলেও মিরাজ দুই ইনিংসে ৫টি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচে ১০ উইকেট নিজের কাজটা ঠিকঠাক করেছিলেন। চট্টগ্রামেও মিরাজ ধরে রেখেছিলেন ছন্দ। ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট।

টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তোলেন মিরাজ। সেঞ্চুরির পথে তুলে নিয়েছিলেন সাদা পোশাকে ২ হাজার রান। ২ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে নাম লিখিছেন সাকিবের পর। এছাড়া একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হন তিনি। আবার সিরিজে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটারও হয়েছেন। আলো ছড়িয়ে এবার আইসিসির মাস সেরার স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের তারকা। র‌্যাংকিংয়েও জাদেজাকে দিচ্ছেন কঠিন চ্যালেঞ্জ। 

আরও পড়ুন

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের পাশাপাশি তার ব্যাটিং র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে। আট ধাপ এগিয়ে ৫৫ নম্বরে আছেন তিনি। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে রয়েছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ড্র করা সিরিজে বাংলাদেশের বাকি স্পিনারদেরও উন্নতি হয়েছে। তাইজুল ইসলাম র‌্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্েয সেরা অবস্থানে আছেন। সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে রয়েছেন বাঁহাতি স্পিনার। ছয় ধাপ এগিয়ে ৫৪ নম্বরে রয়েছেন নাঈম হাসান। পেসার হাসান মাহমুদের চার ও খালেদ আহমেদ এবং নাহিদ রানার এক ধাপ অবনমন হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ