ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত

পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্কঃ  আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সফরটি অন্য সময়ে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল পিএসএলের সূচি ঘোষণা করেছেন, যেখানে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের কারণেই মূলত বাংলাদেশ সফরটি পেছানো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সফরের জন্য নতুন একটি সময় বের করার চেষ্টা করছে।

আরও পড়ুন

বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সিরিজের সময় পরিবর্তন হলেও কোনোভাবেই ম্যাচের সংখ্যা কমানো হবে না। ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের সূচি নতুন করে সমন্বয় করে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। উল্লেখ্য, গত জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিএসএলের কারণে পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

রাজশাহী সদর আসনে বিএনপি নেতা মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ পদে থাকতে পারেন না: নাহিদ

ওসমান হাদির বাড়িতে পুলিশ মোতায়েন

স্বাধীনতার ৫৪ বছরেও মেলেনি জহুরার বীরাঙ্গনার সরকারি স্বীকৃতি

বিজয়ের মাসে দেশের গান নিয়ে ব্যস্ত ইয়াসমিন লাবণ্য