ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯ রাত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪টি বিদেশি পিস্তল (আমেরকিান), ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৯টায় বাংলাদেশের ভেতরে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ গোপালপুর নামক স্থানে অভিযান চালানো হয়।

এসময় দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে চারটি বিদেশি (আমেরিকান) পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও নয়টি ম্যাগজিন জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় গোপন খবরের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি টহল দল বাংলাদেশের ভেতরে শাহাবজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ৭২০ পিস টেনসিউইন ট্যাবলেট ও ৪৮ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা মামলায় তথ্য অফিসের মাইক অপারেটরসহ গ্রেফতার ২

বগুড়া ধুনটের রহমত হত্যা মামলার আসামি রুবেল শেখ ঢাকা থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে মির্জা ফখরুলের সহধর্মিনীর উঠান বৈঠক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারধর করে অটোভ্যানসহ ৫০ হাজার টাকা ছিনতাই

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা