ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

আজ পিএসজি’র বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল

আজ পিএসজি’র বিপক্ষে মাঠে নামছে আর্সেনাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার (৭ মে) রাতে প্যারিসে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে আর্সেনাল। সেমিফাইনালের প্রথম লেগে লন্ডনে পিএসজি’র কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর, ফরাসি চ্যাম্পিয়নদের ঘরের মাঠে পাশার দান উল্টে দেওয়ার চ্যালেঞ্জ গানার্সদের সামনে। এই ম্যাচ জিততে না পারলে ১৯ বছর আগের প্যারিসের দুঃস্বপ্ন আবারও ফিরে আসতে পারে আর্সেনালের জন্য।

আর্সেনালের জন্য প্যারিস শহরটি বরাবরই এক হতাশার প্রতিশব্দ। ২০০৬ সালে এই ফ্রান্সের রাজধানীতেই বার্সেলোনার কাছে নিজেদের প্রথম ও একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরেছিল তারা। সেই ক্ষতে প্রলেপ দিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠতে হলে আজ পিএসজির মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে মিকেল আর্তেতার দলকে। আর এই পথে তাদের প্রধান বাধা পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা, যিনি প্রথম লেগে তার চীনের প্রাচীরসম পারফরম্যান্সে আর্সেনালকে গোলবঞ্চিত রেখেছিলেন।

প্রথম লেগে উসমান দেম্বেলের একমাত্র গোলে পিএসজি জয় পেলেও, ম্যাচের প্রকৃত নায়ক ছিলেন দোনারুমা। তার অসাধারণ পাঁচটি সেভ আর্সেনালকে ম্যাচে ফিরতে দেয়নি। দোনারুমার এই বীরত্ব শুধু প্রথম লেগেই সীমাবদ্ধ নয়; চলতি মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর জন্য তিনি যেন এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন। তার দৃঢ়তায় পিএসজি শেষ ষোলোতে লিভারপুল এবং কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছে। শুধু ক্লাব ফুটবলই নয়, ২০২১ সালের ইউরোর ফাইনালে ইতালির জার্সিতে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দেওয়ার নায়কও ছিলেন এই দোনারুমাই। পিএসজির অধিনায়ক মার্কিনিওস তাই আত্মবিশ্বাসের সাথেই বলছেন,‘চ্যাম্পিয়ন হতে হলে একজন গ্রেট গোলকিপার প্রয়োজন। আমাদের দলে দোনারুমা আছে।’

আরও পড়ুন

ইতিহাস অবশ্য আর্সেনালের পক্ষে কথা বলছে না। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ঘরের মাঠে প্রথম লেগে হেরেও ফাইনালে ওঠার নজির আছে কেবল আয়াক্স ও টটেনহামের। তবে ইতিহাস এবং সাম্প্রতিক ফর্ম প্রতিকূলে থাকলেও ফাইনালের আশা ছাড়ছে না আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মাঠে জয় তুলে নেওয়ার অভিজ্ঞতা থেকে প্রেরণা খুঁজছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তিনি বলেন,‘আমাদের একসঙ্গে থেকে প্যারিসে বিশেষ কিছু করার বিশ্বাস ধরে রাখতে হবে। রাগ, হতাশা, ক্ষোভসহ সব আবেগকে শক্তিতে পরিণত করে আমরা ফাইনালে উঠতে চাই।’

বুধবার (৭ মে) রাতে প্যারিসের পার্ক দ্যা প্রিন্সেসে নির্ধারিত হবে কোন দলটি পাবে ৩১ মে মিউনিখে অনুষ্ঠিত হতে যাওয়া  চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ