ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

মাদকসহ অনৈতিক কার্যকলাপ ঠেকাতে প্রশাসনের তিনস্তরের নিরাপত্তা

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ৮ মে বৃহস্পতিবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হবে।  প্রতি বছর এখানে গাঁজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম চলতো মাজার এলাকাসহ এর আশে পাশে এলাকায়। কিন্তু এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যে কোন মূল্যে মাজার এলাকাকে সব ধরণের অনৈতিক কার্যকলাপ হতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। মাদকসহ অনৈতিক কার্যকলাপ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

প্রতি বছরের মত এবারও আবহাওয়া অনুকুলে থাকলে জমজমাট উৎসব উদযাপন করা হবে বলে স্থানীয়দের আশা । মহান অলি হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (র:) ইতিহাসকে স্মরণ করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পিবার এখানে বিনা প্রচারনায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য বিশাল মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহসুলতান ও পশুরামের ইতিহাসকে ঘিরে প্রতি বৎসর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব  উদ্যাপিত হয়ে থাকে।

ইতিমধ্যে ফকির সন্ন্যাসীরা মহাস্থান গড়ে আগমন শুরু করেছে। প্রতি বছর  মেলার দিনটিতে এখানে  লাখো  মানুষের ঢল নামে । তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকলে লোক সমাগম কম হবে বলে স্থানীয়রা মনে করেন। গত বছর আবহাওয়া মোটমুটি ভালো থাকায় লোক সমাগম এবং ব্যবসা দুটোই ভালো হয়েছে। এবারও ব্যবসা ভালো হবে যদি আবহাওয়া অনুকুলে থাকে আর এ কারনে ব্যবসায়ীদের মধ্যে আশার সাথে এবার উৎকন্ঠা বিরাজ করছে। বাউল ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারাদিন-রাত মারুফতি জারী সারি গানে মগ্ন থাকবে। অন্যদিকে মুসল্লিরা সারারাত জেগে ইবাদত বন্দেগি করবেন।

অনুষ্ঠান সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার জ্য়িাউর রহমান ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান সার্বক্ষণিক তদারকি করছেন।

আরও পড়ুন

এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঐতিহাসিক মহাস্থান গড় একটি পূর্ণভূমি । এর পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এদিন কোন প্রকার গাঁজা, হেরোইন, ফেনসিডিল, লটারী, জুয়াসহ কোন প্রকার মাদক সেবন ও বিক্রি করতে দেওয়া হবে না, আইন শৃংখলা রক্ষার জন্য পোশাকধারী পুলিশ, ভ্রাম্যমাণ ম্যাজিষ্টেট, সাদা পোশাকধারী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে বৈশাখ উৎসব পালনে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (শিবগঞ্জ থানা) শাহীনুজ্জামান শাহীন বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা মহাস্থান গড় এবং মাজার এলাকায় সকল প্রকার অনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। মহাস্থান মাজার ও মসজিদ এলাকায় শুধু ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু হতে দেয়া হবে না। এর পবিত্রতা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মহাস্থান মাজার এলাকায় কোন প্রকার মাদক সেবন ও বিক্রি এবং যে কোন ধরনের অনৈতিক কাজ হতে দেওয়া হবেনা। শুধু মাত্র ধর্মীয় উৎসব ছাড়া এখানে আর কোন অনৈতিক কোন কাজ হবেনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট ক্রিকেট ছাড়লেন রোহিত শর্মা

ভারতকে সমর্থন করল ফ্রান্স

আজ বিশ্ব গাধা দিবস

বর্ষাকে নিয়ে যা বললেন পরীমনি

 সুনামগঞ্জে হাওরে মাছ শিকারে বের হয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

উত্তেজনার মধ্যেই সরাসরি আলোচনায় ভারত-পাকিস্তান