দুই সিরিজ সামনে রেখে মিরপুরে টাইগারদের ক্যাম্প শুরু

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। দুই দেশে স্বাগতিকদের সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সফরের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেই স্কোয়াডেরই একাংশ গতকাল থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু করেছে অনুশীলন।
সোমবার সকাল ১১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন ক্যাম্প। এদিন অবশ্য স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন না। কারণ কয়েক জন ক্রিকেটার বাহিরে বিভিন্ন দলের সঙ্গে বর্তমানে অবস্থান করছেন। তবে এদিন অনুশীলন করেছেন টাইগারদের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান ও মোস্তাফিজুর রহমান। শুরুর দিকে সীমিত সময়ের (১৫ মিনিট) জন্য গণমাধ্যমকর্মীদের জন্য খুলে দেওয়া হয় অনুশীলন ভেন্যু।
এসময় হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে বোলিং মেশিনে ব্যাটিং করতে দেখা যায় তানজিদ ও সৌম্যকে। তাদের বিভিন্ন পরামর্শ দেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, স্পিন কোচ সোহেল ইসলাম এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স। তিনি ছিলেন সিলেটে। সেখানে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখেছেন। আসন্ন সফরে থাকা স্কোয়াডের চার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানভির ইসলাম ও শরীফুল ইসলাম ম্যাচে খেলেছেন। তারা বুধবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।
আরও পড়ুনএছাড়া স্কোয়াডের বাকি দুই সদস্য রিশাদ হোসেন ও নাহিদ রানা বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন। এদিকে দলের নতুন সহ-অধিনায়ক শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি ও হাসান মাহমুদ রয়েছেন ছুটিতে। আগামী দুই-এক দিনের মধ্যেই তারাও অনুশীলনে যোগ দিবেন বলে জানা গিয়েছে।
সব কিছু ঠিক থাকলে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৪ মে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এ সফরে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। তারপর উড়াল দিবে পাকিস্তানের উদ্দেশ্যে। যেখানে ২৫ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।
মন্তব্য করুন