সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

বিশ্রাম দেয়া হয়েছে জশ হ্যাজেলউডকে। আরেক পেসার স্পেন্সার জনসন চোট থেকে সেরে উঠতে পারেননি। ম্যাকগার্ক কিছুদিন আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। এবার আবারও অস্ট্রেলিয়া দলে স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এই ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন তিনি।
এবার সেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় জীবন পেতে চলেছেন ম্যাকগার্ক। এদিকে, হ্যাজেলউড দেশে ফিরবেন পরের মাসে শুরু হওয়া সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য। অন্যদিকে, জনসন এখনো পিঠের চোট থেকে সেরে উঠতে পারেননি। এ কারণে দলে সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বেশ দাপুটে ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। তারা শেষ ১৪ টি-টোয়েন্টির মধ্যে ১২টিতেই জয় পেয়েছে। ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ অজিদের জন্য।
এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। ব্যাট হাতেও তিনি দারুণ ফর্মে আছেন। টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন টেস্ট দলের তিন তারকা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড। তারা টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন না।অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে—যার মধ্যে দুটি অনুষ্ঠিত হবে কিংস্টনে এবং বাকি তিনটি বাসটেদেস্ক
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার স্কোয়াড-
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট, জশ ইংলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচ ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জ্যাম্পা।
মন্তব্য করুন