ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

কুড়িগ্রামে দরিদ্র মানুষের দশ টাকার হাসপাতাল, দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরীক্ষা ফ্রি

কুড়িগ্রামে দরিদ্র মানুষের দশ টাকার হাসপাতাল। ছবি : দৈনিক করতোয়া

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বল্প মূল্যে দারিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো চালু হয়েছে দশ টাকার হাসপাতাল। এই হাসপাতালে অল্প খরচে মিলছে চিকিৎসা সেবা। এতে করে খুশি সেবা গ্রহীতারা।

দেশে বর্তমানে চিকিৎসা সেবার খরচ বেড়ে যাওয়ায় গরিব মানুষের হাতের নাগালের বাইরে। দেশের দারিদ্রপীড়িত খ্যাত কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো চালু হয়েছে দশ টাকার হাসপাতাল। নদ-নদীময় জেলার গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর উদ্যোগে নাগেশ্বরী উপজেলায় এই হাসপাতালটি গত বছরের ডিসেম্বরে চালু করা হয়।

এই হাসপাতালে ডায়াবেটিস, টাইফয়েড, জন্ডিস, কিডনিসহ রক্তের সকল ধরনের পরীক্ষা, প্রসাব পরীক্ষাসহ আল্ট্রাসনোগ্রাম, ইসিজি করা যায় স্বল্প মূল্যে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত দু’জন চিকিৎসক দ্বারা নারী, শিশু, বয়স্ক রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যন্ত চরাঞ্চলসহ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৬টি ইউনিয়নের ৬হাজার নিম্ন আয়ের পরিবার মানুষ দশ টাকার কার্ড গ্রহণ করেছে। এই কার্ডের বিনিময়ে পরিবারের সদস্যদের তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। হাসপাতালের কার্ডধারী ছাড়াও একশত টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ নেবার সুযোগ রয়েছে। রক্ত পরীক্ষাসহ আল্ট্রাসনোগ্রাম, ইসিজি করা যায় অল্প খরচে। মানুষের অর্থনৈতিক খরচ কমার পাশাপাশি মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।

আরও পড়ুন

সেবা গ্রহীতা ও স্থানীয়রা জানান, এই হাসপাতালে দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-নিরাক্ষা ফ্রি করা হয়েছে। অল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ায় আমরা খুশি। এছাড়া হাসপাতালটি চালু হওয়ায় নাগেশ্বরী উপজেলার ১৩ জন বেকার যুবক-যুবতিদের কাজের সুযোগ হয়েছে।

কর্মরর্ত চিকিৎসক ডা: ইমতিয়াজ হোসেন জানান, সিনিয়র মেডিকেল অফিসার, উপ-সহকারী মেডিকেল অফিসার দ্বারা গর্ভবতী নারী, শিশু, বয়স্ক রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০জন রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে।

ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, নিম্ন আয়ের পরিবার গুলোকে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালটি চালু করা হয়েছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

বগুড়ার আদমদীঘিতে ১০ টাকা কেজির মরিচ ১১ দিনের ব্যবধানে হাঁকালো ডাবল সেঞ্চুরি

ফের আলোচনায় ইআরএল ইউনিট-২ প্রকল্প

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার