ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

‘প্রপোজ ডে’-তে পরীমণির পরামর্শ

‘প্রপোজ ডে’-তে পরীমণির পরামর্শ, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার পর পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই। নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে এমনটা জানিয়ে ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী। 

চিত্রনায়িকা পরীমণির পোস্টটি তুলে ধরা হলো- আপনার জীবনের খুশিকে কে বা কারা অতিসহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-
১. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।
২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।
৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।

আরও পড়ুন

ব্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়। এরপরই পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

৭ জুলাই দেশজুড়ে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ আন্দোলনকে বেগবান করে

মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা

 শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭