ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যে বাচ্চাকে নিয়ে এতো কথা, সেটা আমার সন্তান না: তিশা

অভিনেত্রী তানজিন তিশা।

জীবনে নানা রকম গুজবের শিকার হয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে সম্প্রতি একটি গুজব ঘিরে ব্যাপক আলোচনায় তিনি। বলা হচ্ছে, তার দুটি বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের খোঁজ চলছে এবং তিনি একটি সন্তানকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছেন। এসব গুজবকে ‘হাস্যকর’ উল্লেখ করে অভিনেত্রী জানান—উক্ত বাচ্চাটি তার নয়, বরং তার বোনের সন্তান।

আজ শনিবার (৫ জুলাই) নিউইয়র্ক থেকে সম্প্রচারিত ঠিকানা টিভির একটি অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা জায়েদ খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি ছিলেন তানজিন তিশা। সেখানে তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং চলমান গুজব নিয়ে খোলামেলা আলোচনা হয়।

তিশা বলেন, “জীবনে অনেক গুজব শুনেছি। এর মধ্যে সবচেয়ে হাস্যকর ছিল—আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে! আর আমি নাকি মা হয়ে গেছি, একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি। এসব শুনে আমি, আমার পরিবার সবাই মিলে অনেক হেসেছি। কারণ, যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার বোনের বেবি।”

তবে গুজব উড়িয়ে দিলেও বিয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে শেয়ার করেন তানজিন তিশা। তিনি বলেন, “আমি ঠিক করেছি, বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি সংসার করব, মা হব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।”

আরও পড়ুন

তিনি আরও বলেন, “এভাবে খোলাখুলি অনেকে বলতে চায় না। কিন্তু আমি মনে করি, পেশাগত জীবনের পাশাপাশি পারসোনাল লাইফও গুরুত্বপূর্ণ। সেটা লুকিয়ে রাখা বা এড়িয়ে যাওয়ার কিছু নেই।”

উল্লেখ্য, সম্প্রতি অবকাশ যাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তানজিন তিশা। সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু হয়। সফর শেষে তিনি দেশে ফিরে কাজে ফিরেছেন পুরোদমে।

বর্তমানে তিশা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় একটি নাটকে। নাম ‘খোয়াবনামা’। নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা