সংবাদ সম্মেলন
বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি জোরপূর্বক দখল এবং আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) আদমদীঘি উপজেলার জান্নাতুল নাঈম এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা মারা যাওয়ার আগে তাদের চার মেয়ে এবং তার চাচা ফেরদৌস আলম তার স্ত্রী মর্জিনা বেগমের নামে সান্তাহার পৌরসভার ১নং রেলগেটের পূর্ব পাশে অবস্থিত জায়েদা প্লাজা নামের একটি বাসা ও বাসার নিচে দোকান ঘর এবং গোডাউন হেবা সূত্রে দলিল করে দেন। উক্ত সম্পত্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
এছাড়াও দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ফ্ল্যাট ও গোডাউন রযেছে-যেখানে আব্দুল্লাহেল কাফী, নাসিফ আরেফিন নিবির, জামিল হোসেন, হালিম হোসেন, দীর্ঘদিন ধরে আওযামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এবং আইন ও দলিলের তোয়াক্কা না করে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছেন।
আরও পড়ুনসংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, হেবা সূত্রেপ্রাপ্ত এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগে আদালতে মামলা করলে-দুই আসামি আব্দুল্লাহিল কাফি ও নাসিফ আরেফিন নিবির জেলহাজতে যায়।
পরে জামিনে মুক্তি পেয়ে আসামিরা তাদেরকে মামলাটি তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় ভুক্তভোগী এতিমদের সম্পত্তি দখলকারী ভূমিদস্যুদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থার গ্রহণের দাবি জানান।
মন্তব্য করুন