ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

গানে গানে দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা-আয়েশা মৌসুমী

লিজা-আয়েশা মৌসুমী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। দু’জনই এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে গানে গানে প্রবাসী বাংলাদেশীদের মুগ্ধ করতে গত ২০ জুন রওয়ানা হন।

এরইমধ্যে লিজা-মৌসুমী গত ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করেছেন। আজ তারা সুইজারল্যাণ্ডের জুরিকে সঙ্গীত পরিবেশন করবেন। এরপর তারা আগামীকাল ইতালীতে এবং পরবর্তীতে সর্বশেষ ১৩ জুলাই স্পেন-এ বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের গান শোনাবেন। লিজার সঙ্গে তার স্বামী সবুজ ও একমাত্র কন্যা ইয়াশাও আছেন। আয়েশা মৌসুমী টিমের সঙ্গেই আছেন। আয়েশা মৌসুমী জানান, ইউরোপ সফওে এবারই প্রথম গেলেন তিনি। যে কারণে তিনি ভীষণ উচ্ছ্বসিত। গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি নিজের মতো করে টিমের সঙ্গে থেকেই বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন।

অন্যদিকে মা হবার পর দেশের বাইরে এবারই প্রথম স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করছেন লিজা। পরম সৌভাগ্য লিজারও। কারণ ইউরোপ সফওে তারসঙ্গে সতার স্বামী এবং কন্যা আছেন। এমন সৌভাগ্য সবার ক্ষেত্রেও হয়ে উঠেনা। যে কারণে ইউরোপ সফরটিকে তিনি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরনীয় সফর হিসেবেও বিবেচনা করছেন। তবে পারফর্ম্যান্সের বিষয়টি ভীষণ মনোযেগ দিয়েই দেখছেন লিজা। কারণ তিনি তার পেশাগত দায়িত্বের কথা মাথায় রেখেই সেখানে স্বামী সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

আরও পড়ুন

লিজা বলেন,‘ আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে প্রতিটি শো’তে সর্বোচ্চ সম্মান দিয়েই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উপস্থাপন করছেন। আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া’সহ সবধরনের সুযোগ সুবিধা বেশ ভালোভাবেই দেয়ার চেষ্টা করছেন। তাদের আন্তরিক সহযোগিতায় আমরা সত্যিই ভীষণ খুশী। আমিতো মনেকরি এই ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি সফর হয়ে থাকবে। কারণ আমার একমাত্র আদরের কন্যা আমার পৃথিবী আমার ইয়াশা আমার সঙ্গে আছে। সবুজতো আছেই। সবমিলিয়ে কতো যে চমৎকার সময় কাটছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। প্রত্যেকটি শোতে শ্রোতা দর্শকের যে ভালোবাসা পাচ্ছি , তাতে মুগ্ধ আমি। আজ সুইজারল্যাণ্ডের জুরিকে গাইবো। এরপর আরো দুটি দেশে গাওয়া শেষে দেশে ফিরবো।’

আয়েশা মৌসুমী বলেন,‘ ইউরোপ সফর আমার সঙ্গীত জীবনের একটি অন্যতম সফর হিসেবেই বিবেচনায় থাকবে। অবশ্যই এই পুরো সফলের নেপথ্যে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সত্যি বলতে কী আমরা পুরো টিমই অনেক আনন্দ করছি, শো শেষে সবাই নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে তো এখনো মনে হয় যে স্বপ্নের মাঝে আছি। কারণ প্রতিটি দেশ ঘুরতে গিয়ে মনে হয়েছে স্বপ্নের দেশে আছি। আর প্রত্যেকটি শোতে সঙ্গীত পরিবেশনের সময় প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের ভালোবাসায় বারবার সিক্ত হচ্ছি।’ লিজা ও আয়েশা মৌসুমী জানান আগামী ১৪ জুলাই তারা দেশে ফিরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর

স্ত্রীসহ হানিফের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া’

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প