ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

প্রথমবার ফোবানা’য় পারফর্ম করবেন অধরা খান

দর্শকপ্রিয় নায়িকা অধরা খান।

অভি মঈনুদ্দীন ঃ আগামী ২৯ আগস্ট থেকে কানাডার মন্ট্রিয়ালে শুরু হতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) আয়োজিত ৩৯তম ফোবানা সম্মেলন। আর এই সম্মেলনে এবারই প্রথম অংশগ্রহন করতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকপ্রিয় নায়িকা অধরা খান।

ভীষণ মিডিয়া বান্ধব, সহজ সরল আর মিষ্টি হাসির ভীষণ মিশুক প্রকৃতির বিনয়ী নায়িকা অধরা খান জানান এর আগে চারবার তিনি এই ফোবানা সম্মেলনে অংশগ্রহনের নিমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু নানান কারণে প্রবল ইচ্ছে থাকার পরও এই সম্মেলনে অংশগ্রহন করতে পারেননি। তবে এবার যেহেতু কানাডাতেই আছেন তিনি এবং এরইমধ্যে কানাডায় অধরার ‘পারমান্যান্ট রেসিডেন্স’ হয়েও গেছে তাই এবার কানাডাতে থেকেই তিনি ফোবানা সম্মেলনে অংশগ্রহন করতে পারছেন বিধায় আপাতত এই মুহুর্তে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

অধরা জানান আগামী বছর তিনি তার দীর্ঘদিনের প্রেমিক ফায়সাল খানকে বিয়ে করতে যাচ্ছেন। ফায়সাল খানের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে, আর অধরার শরীতপুরে। ফায়সালের সঙ্গে অধরার বোঝাপড়াটাও শতভাগ পূর্ণতার। যে কারণে নিজের মনের মতো এই ফায়সাল খানকেই আগামী বছর জীবনসঙ্গী করে নিতে যাচ্ছেন। আগামী বছর বিয়ের পিড়িতে বসার আগে অধরা দেশে আসবেন চলতি বছরের শেষপ্রান্তে অথবা আগামী বছরের শুরুতে। অধরা জানান, এরইমধ্যে তিনি শেষ করে গেছেন ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমাতেই তিনি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন

‘ফোবানা সম্মেলন’ ও দুটি মুক্তি প্রতীক্ষিত সিনেমা প্রসঙ্গে অধরা খান বলেন,‘ ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম ভাইয়া ও চেয়ারম্যান আতিুকর রহমান ভাইয়ার কাছে আন্তরিক কৃতজ্ঞতা আমাকে নিমন্ত্রণ করার জন্য। তাদের আন্তরিকতায় আমি ভীষণ মুগ্ধ। তবে আমার শুধু ফোবানাতে এমনি এমনি অংশগ্রহন নয়। আমি আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক এই সম্মেলনের সাংস্কৃতিক পর্বে পারফর্মও করতে যাচ্ছি। বাংলাদেশ থেকে কোরিওগ্রাফার সাদ্দাম আমাকে আমার পারফর্ম্যান্সের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনাতেই আমি আামর পারফর্ম্যান্সে গানে গানে বাংলাদেশকে, বাংলাদেশের সিনেমাকে তুলে ধরার চেষ্টা করবো। আর আগামী বছরই ইনশাআল্লাহ বিয়ে করতে যাচ্ছি আমার প্রাণপ্রিয় ফায়সালকে। সবার কাছে আগেই দোয়া চাই যেন আমাদের সবকিছু ঠিকঠাক থাকে এবং আমরা যেন একে অপরের হতে পারি আল্লাহর বিধানকে মেনে। আমরা যেন সুখে থাকতে পারি এ জন্যও সবার কাছে দোয়া চাই। আর সবাইকে নির্ধারিত সময়ে জানিয়েই সবার দোয়া নিয়েই বিয়ে করবো।’ ৫ মে জন্ম নেয়া অধরা রাজধানীর এলিফ্যান্ট রোডের বিসিএসআইআর হাইস্কুল, মিরপুরের মিরপুর কমার্স কলেজ ও স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন। তার মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় সিনেমাগুলো হচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’,‘ মাতাল’,‘ নায়ক’ ও ‘সুলতানপুর’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা