রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মুহসীন হল থেকে বহিষ্কার হয়েছেন।
বুধবার (২৭আগস্ট) গভীর রাতে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান। প্রাধ্যক্ষ বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের জন্য রমনা থানাকে অবহিত করা হয়েছে।” প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় পৌনে একটার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
জালাল আহমদ তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত রবিউল বলেন,রাত সাড়ে বারোটার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করছিল।
আরও পড়ুনএতে আমার ঘুম ভেঙে যায়। আমি বলি সকালে লাইব্রেরিতে যেতে হবে, দয়া করে শব্দ কোরো না। তখন সে ক্ষিপ্ত হয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগাল করে। প্রতিবাদ করতেই সে হঠাৎ ছুরিকাঘাত করে। আমি কোনোমতে আত্মরক্ষা করে বেরিয়ে আসি। রবিউলকে সহপাঠীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে জালাল তার ফেসবুক পেজে দাবি করেছেন, তিনি হামলার শিকার হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থী আছে। তাদের বের করে দেওয়ার দাবিতে আমি উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম।
এর জের ধরে আজ রাতে আমার রুমমেট রবিউল আমাকে মারধর করেছে।” জালাল তার পোস্টে নিজের শরীরের কিছু আঘাতের ছবিও শেয়ার করেছেন। এ ঘটনার পর মুহসীন হল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধভাবে হলে থাকা শিক্ষার্থীদের তালিকা করার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন