ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে ‘সেনাবাহিনী’ স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে

ডাকসু নির্বাচনে ‘সেনাবাহিনী’  স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোট গণনার সময় সেনা সদস্যরা ভোটকেন্দ্র কর্ডন করে রাখবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল সাতটি প্রবেশপথে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা কেন্দ্রগুলো ঘিরে রাখবে, যাতে বাইরের কেউ অনধিকার প্রবেশ করতে না পারে।”

তিনি আরও জানান, ভোটের দিনে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এছাড়া ভোটের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

আরও পড়ুন

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ বিষয়ে পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারের নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে হলগুলোতে প্রচারণার সময়সূচি মেনে চলার জন্য প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পুকুর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

‘আমার বিবাহিত জীবন, প্রমাণ করার দরকার নেই’ 

নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

দোনেৎস্কের নিয়ন্ত্রণ নিতে এগোচ্ছে রাশিয়া, শহর ছাড়ছেন বাসিন্দারা

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মিলবে ১৫০ টাকায়

গাজায় একদিনে আরও ৮৬ ফিলিস্তিনিকে হত্যা