ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা

ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। বিভিন্ন ছাত্রসংগঠন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগে মুখর। এরই মধ্যে বড় ধরনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তার দাবি, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকেই ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না। অথচ আজ তারাই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছে।”

সোমবার (২৫ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন বলেন, “ডাকসু পুনঃগঠনের দাবিতে যখন আমরা টানা আন্দোলন করেছি, অনশন ও অবস্থান কর্মসূচি দিয়েছি, তখন ছাত্রদল প্রশাসনের কাছে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছিল। তারা ডাকসু নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বিরোধিতা করেছে। অথচ আজ তারা নিজেরাই ইশতেহার ঘোষণা করছে, শিক্ষার্থীদের কমিটমেন্ট দিচ্ছে। 

তিনি অভিযোগ করেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেও ছাত্রদল প্রার্থীরা প্রচার চালিয়েছে। আবাসিক হলের রিডিং রুমে ঢুকে তারা ভোট প্রার্থনা করেছে। অথচ এর আগেও আমরা আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছিলাম।”

আরও পড়ুন

বিন ইয়ামিন আরও বলেন, “ডাকসু শুধু একটি নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমরা চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু যারা শুরুতে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের এই আকস্মিক আগ্রহ প্রশ্নের জন্ম দিচ্ছে।”

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ সময় পর এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন সরব ছাত্রসংগঠনগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

যন্ত্র যখন যন্ত্রণাদায়ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাত কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

লালমনিরহাটে পোস্ট পেইড মিটারের দাবিতে গ্রাহকদের বিদ্যুৎ অফিস ঘেরাও