বগুড়ার দুপচাঁচিয়ায় ঋন শোধ করতে না পেরে আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার চামরুল আটগ্রাম খিয়ারপাড়ায় ঋন নিয়ে পরিশোধ করতে না পেরে গীরেন চন্দ্র (৪৮) নামে এক ব্যক্তি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, উপজেলা চামরুল ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের শরৎচন্দ্রের ছেলে গীরেন চন্দ্র গত রোববার রাতে নিজ বাড়ির ঘরে সবার অজান্তে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে।
বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকালে মারা যায়।
আরও পড়ুনপারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হয়েই হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যা করেছেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তারা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন