‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না’

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ বর্তমানে ভারতের মুম্বাইয়ে ব্যস্ত সময় পার করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম সানি লিভে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা সৌমিক সেন। আরিফিন শুভকে সবশেষ দেখা গেছ শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।
তবে কী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কোনো চাপ বা সমস্যা অনুভব করেছেন শুভ, এমন নানান আলোচনা করেছে তার ভক্তরা। এবার সেসব প্রশ্নের উত্তর জানালেন অভিনেতা নিজেই। সম্প্রতি ভারতীয় একটি সংবাদপত্রে এক সাক্ষাৎকারে শুভ বলেন, ‘পৃথিবীতে যত জায়গায় অভ্যুত্থান হয়েছে, সব জায়গায় কিছু না কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কে হাঁটছেন, হঠাৎ কিছু একটা ঘটে গেল আপনার কিছু করার থাকে না।’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ। অভিনয় ছাড়া কিছুই করি না। কোনো ব্যবসা নেই, ব্যাকআপ নেই। যদি সত্যিই কোনো সমস্যায় পড়তাম, তাহলে আজ কলকাতার এই ক্যাফেতে বসে কথা বলার সুযোগই পেতাম না।’
অভিনয়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন শুভ। তিনি বলেন, ‘আমার জীবনে দুটো বিষয় সব সময় প্রাধান্য পায়-একটা হলো আমাকে দেওয়া চরিত্রটিকে পুরোপুরি ধারণ করা, আরেকটা হলো দর্শকের প্রতিক্রিয়া। আমাকে যদি পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দেওয়া হয়, তাও আমি নিজেকে উজাড় করে দেব। তবে বাস্তবেও আমি সেই মানুষটা নই-এই পার্থক্যটা বুঝতে হবে।’
সাক্ষাৎকারে নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও মুখ খোলেন শুভ। তার ভাষায়, ‘সম্পর্ক ভাঙা পৃথিবীতে প্রথম কিছু নয়। এর চেয়েও খারাপ অনেক কিছু প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। আমাদের মতো মানুষের ব্যক্তিজীবন নিয়ে মুখরোচক আলোচনা হয়, এটা অনেক সময় এড়ানো যায় না।’ শুভ আরও বলেন, ‘আমি ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করি না। শুধু একটা অফিসিয়াল পেজ আছে, যেটা আমার টিম চালায়। ফেসবুক এখন অনেকটা হেট মেশিনে পরিণত হয়েছে। মানুষ নিজের জীবনে হতাশ হয়ে অন্যকে নিয়ে কটূক্তি করে। অথচ তারা জানেই না আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’
কলকাতার নির্মাতা রাহুল মুখোপাধ্যায়ের রোমান্টিক সিনেমা ‘মন মানে না’-তে শুভর অভিনয়ের কথা ছিল। তবে বাংলাদেশের ‘নীলচক্র’ সিনেমার মুক্তি-সংক্রান্ত শিডিউল জটিলতার কারণে সেই সিনেমাটি করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন তিনি। শুভর আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীলচক্র’, ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’ এবং ‘লহু’।
মন্তব্য করুন