ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

নওগাঁর আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক

নওগাঁর আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখছে কৃষক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে তিল চাষে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কৃষকরা। এক সময় ব্যাপক হারে তিল চাষ হলেও বেশ কয়েক বছর থেকে তিল চাষে আগ্রহ হারিয়ে ফেলে কৃষক। তবে নতুন করে আবারও তিল চাষে ঝুঁকছে কৃষকরা।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলার বিভিন্ন স্থানে ৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে। যা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে তাদের ধারণা। তিল চাষে খরচ কম কিন্তু লাভ বেশি। সেচ খরচ, পরিচর্যা খরচ ও কীটনাশকসহ সামগ্রিকভাবে তিল চাষে খরচ কম হলেও লাভ বেশি। তাই দিন দিন তিল চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার চকশিমলা গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, এবারে আমি দুই বিঘা জমিতে তিল চাষ করেছি। তিলের গাছগুলোও দর্শনীয় হয়ে উঠেছে। কোন প্রকার দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে বলে আশা করছি। এদিকে বাজারেও তিলের দাম ভাল রয়েছে। স্থানীয় হাট বাজারে প্রতি মণ তিল ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা করে বিক্রি হচ্ছে। তিলের এ ঊর্ধ্ব মূল্য ও স্বল্প সেচ খরচ এবং বাড়তি কোন ঝামেলা ছাড়াই লাভজনক চাষ হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে তিল চাষের প্রতি বেশ আগ্রহ দেখা দিয়েছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, তিল শুধু অর্থকরী ফসলই নয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধিতেও সহায়ক। আমরা কৃষকদের তিল চাষে আগ্রহী করতে বিনা মূল্যে তিল বীজ সরবরাহ করেছি এবং তাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ প্রদান করেছি। এবারে যে পরিমাণ জমিতে তিল চাষ হয়েছে। আগামীতে আরও অধিক জমিতে তিলের চাষ হবে বলে আমরা আশাবাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি এ দেশের খেটে খাওয়া মাটি ও মানুষের দল - আহসানুল তৈয়ব জাকির

চাঁপাইনবাবগঞ্জে চীনা রাষ্ট্রদূত বাগান পরিদর্শন করে আম আমদানিতে আগ্রহ প্রকাশ করলেন

রাজশাহী এলজিইডিতে একজনের কাজ করে অন্যজন, ব্যবস্থা নেবে দুদক

জাবি আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় স: আ: হক কলেজের সাফল্য

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে করতোয়া নদী থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

বগুড়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার : নারী গ্রেফতার