ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায় - দিনাজপুরে শিবির সভাপতি
দিনাজপুর ও নীলফামারী জেলা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদেরকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এজন্য শিবিরকর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
আজ বুধবার (২৩ এপ্রিল) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সাবেক কয়েকজন দায়িত্বশীল বক্তব্য রাখেন। এরপর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সুধী সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
এদিকে আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ হলরুমে আয়োজিত ‘সেরা হওয়ার জন্য এক নিরলস অভিযান’ নামক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
আরও পড়ুনজাহিদুল ইসলাম বলেন, জুলাই আগস্ট যে বিপ্লব বাংলাদেশে হয়েছে নিঃসন্দেহে এটি সকলের অংশগ্রহণের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার আমাদের কাছে উন্মোচিত করেছে। বিগত সময়ের যে ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসেছিল এই ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই এখন মুক্ত পরিবেশে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই যে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটা বিদূরিত হবে এবং বাংলাদেশে সত্যিকার অর্থে সবার বাংলাদেশ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির দাওয়াহ সম্পাদক মেজবাহুল করিম, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1765733127.jpg)



