ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে এক রাতে সাত শ্যালোর পাম্প চুরি, বিকাশে টাকার দাবি

বগুড়ার আদমদীঘিতে এক রাতে সাত শ্যালোর পাম্প চুরি, বিকাশে টাকার দাবি। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে একই রাতে মরিচ ক্ষেতে পানি সেচের জ্বালানি চালিত শ্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র পাম্প ফেরত দেয়ার জন্য মোবাইল ফোনে ৩ হাজার টাকা করে দাবি করেছে বলে ক্ষতিগ্রস্ত মরিচ চাষীরা জানিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের পূর্ব মাঠে এ চুরির ঘটনা ঘটে।

আদমদীঘির শিবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মরিচ চাষী মাসুদ মন্ডল জানান, তারা প্রতিবছর মরিচ চাষ করেন। মরিচ ক্ষেতে পানি সেচের জন্য জ্বালানি চালিত শ্যালো মেশিন স্থাপন করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চোরচক্র তারসহ একই গ্রামের মরিচ চাষী সোহাগ প্রামানিক, হুপি প্রামানিক, আব্দুল জলিল, আফছার আণী, আনোয়ার হোসেন, একডিল প্রামানিকসহ ৭ জন মরিচ চাষীর আবাদে সেচ দেয়ার শ্যালো মেশিনের পাম্প চুরি করে নিয়ে যায়। চোরচক্র পাম্প চুরি করে নিয়ে গিয়ে সেখানে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে। মরিচ চাষীরা যোগাযোগ করলে তাদের কাছ পাম্প প্রতি ৩ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়। টাকা দিলে পাম্প ফেরত দেয়া হবে বলে মরিচ চাষীরা জানান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলায় গ্রেফতার-১