ভিডিও শনিবার, ০৯ আগস্ট ২০২৫

দুই ভাই নিহত: আহত ৩

বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ, ছবি: সংগৃহীত।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার আরও ৩ যাত্রী। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মঞ্জুর সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে আকাশ (২৫) ও তার ভাই আরিফ (২১)। আহতরা হলেন বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০), আব্দুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে পলাশ (৩৫)।

আরও পড়ুন

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি শেরপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে অটোরিক্সাটি মঞ্জুর সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছিলে বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ফলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্মরত চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বনানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

গাজায় অনাহারে দুই শতাধিক মৃত্যু

রাজধানীতে দ্রুত গতির প্রাইভেটকারে আগুন, নিহত ২

বাংলাদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টি’র মহাসচিব