ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

পানি নিস্কাশনের ক্যানেল বন্ধ থাকায়

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশের ক্যানেল বন্ধ থাকায় আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপড়া, বড় আখিড়া, ছোট আখিড়াসহ আশ পাশের মাঠে ধানি জমিতে বৃষ্টি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় প্রায় ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা রয়েছে। এছাড়া আগাম রোপণ করা রোপা আমন ধান ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। অল্পসময়ে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা না হলে পুরো মাঠ অনাবাদি থাকবে বলে ভুলভোগী কৃষকরা জানান।

জানা যায়, আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়াপাড়া, বড় আখিড়া, ছোট আখিড়া, কালাইকুড়ি, ইন্দইল গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের জমিতে জমে থাকা অতিরিক্ত পানি বগুড়া-নওগাঁ মহা সড়কের পাশের ক্যানেল দিয়ে নিস্কাশন হতো।

এতে ওই গ্রামের মাঠের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হওয়ায় কৃষকরা নির্বিঘ্নে ধান চাষ করে আসছিলেন। গত কয়েক বছর পুর্বে থেকে উল্লেখিত পানি নিস্কাশনের ক্যানেলে কতিপয় ব্যক্তি মাটি ভরাট করে বিভিন্ন প্রকার দোকানপাট বসিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে রাখেন।

আরও পড়ুন

ফলে চলতি বর্ষা মৌসুমে ওইসব গ্রামের ৫ শতাধিকের অধিক বিঘা জমিতে পানি জমে জলাবদ্ধতার কারণে কৃষকরা হালচাষ ও জমির পরিচর্যা করতে পারছেন না। যেসব জমিতে আগাম ধান রোপণ করা হয়েছে সেগুলোও পানির নিচে ডুবে জমিতে আগাছা ও ঘাস জমে একাকার হয়ে রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলীমর্তুজা কিনা জানান, কৃষকদের দু:খ দু:দশা দেখে ভরাট ক্যানেল পরিস্কারের জন্য গতকাল রোববার থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি অপসারণ শুরু করা হয়েছে। অল্পসময়ে জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩’র অভিযানে রংপুরে দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি ১০ ভরি সোনার গহনা ও টাকা লুট

বগুড়ার আদমদীঘিতে ৫ শতাধিক বিঘা জমি অনাবাদি থাকার আশংকা

কুড়িগ্রামে সবুজ উৎসবে শতাধিক পরিবেশ প্রেমীর অংশগ্রহণ

বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে পাঁচ নারীসহ ৭ মরদেহ উদ্ধার

বগুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা