ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

৩৬ রঙের গোলাপে মোড়া ঠাকুরগাঁওয়ের ‘গোলাপ গ্রাম’

৩৬ রঙের গোলাপে মোড়া ঠাকুরগাঁওয়ের ‘গোলাপ গ্রাম’, ছবি: দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মেঠোপথ ধরে হাঁটলেই চোখে পড়বে এক নয়নাভিরাম দৃশ্য। দিগন্তজোড়া এক একর জমিন জুড়ে শোভা পাচ্ছে ৩৬ প্রজাতির বর্ণিল গোলাপ। লাল, সাদা, হলুদ, নীল, কমলা, বেগুনি এমন নানা রঙের ফুলের সমারোহে সেজে উঠেছে এই গোলাপবাগান। থাই গোলাপ, লিঙ্কন, তাজমহল, এভরা ডেবরা, চায়না, পিন্ট তাজমহল, মেরিন্ডা জারবার মতো বিভিন্ন জাতের গোলাপের মন মাতানো সৌন্দর্য ও সুবাস মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।

প্রতিদিন সকাল থেকেই ফুলপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই বাগান। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে, আবার কেউ বা নিভৃতে প্রকৃতির এই মনোরম রূপ উপভোগ করতে।

পঞ্চগড় থেকে আগত শাহিদুর রহমান নিজের হাতে গোলাপ তুলতে পেরে উচ্ছ্াসিত। তিনি বলেন, ‘শহরের কাছে এমন সুন্দর একটি জায়গা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।’

আরও পড়ুন

এই দৃষ্টিনন্দন গোলাপবাগানের স্বপ্নদ্রষ্টা ও পরিচর্যাকারী হলেন স্থানীয় পল্লী চিকিৎসক আলিউর রহমান। তিনি জানান, ‘ভালোবাসা থেকেই এই বাগান তৈরি করেছি। বর্তমানে বাগানে প্রায় ২হাজার গোলাপ গাছ রয়েছে। তবে শুধু ফুল চাষ করে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। আমরা ফুলের ন্যায্য দাম পাচ্ছি না। পাইকারি ব্যবসায়ীরা খুব কম দামে কিনতে চান।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম জানান, ‘ঠাকুরগাঁও জেলায় বর্তমানে ছোট-বড় মিলিয়ে আটটি বাণিজ্যিক ফুলবাগান রয়েছে। এসব বাগানে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করছেন। আমরা ফুলচাষিদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহিত করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে ভাংচুরের মামলায় একজন গ্রেফতার

যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী কড়াই গাছে দাউ দাউ করে জ্বলছে আগুন

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

লস অ্যাঞ্জেলেস মাতালেন নগরবাউল জেমস

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু