ভিডিও বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের লালপুরে স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন দিলেন আমিনুল

নাটোরের লালপুরে স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন দিলেন আমিনুল। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে স্ত্রী-সন্তানের ওপর রাগ করে নেশাগ্রস্ত হয়ে নিজ বাড়িতে আগুন দিয়েছেন আমিনুল ইসলাম (৫০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল মোহরকয়া থান্দারপাড়া গ্রামের মৃত তফের উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আমিনুল নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগানোর ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আরও পড়ুন

স্থানীয়রা আরও জানান, আমিনুল ও তার স্ত্রী সন্তানসহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। তিনি নিজেও মাদকাসক্ত, মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া লেগেই থাকে। এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

সোনার রেকর্ড দাম, ভরি-১ লাখ ৮২ হাজার, সাধারণ মানুষের সোনা কেনার সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার ধুনটে পেঁপে চাষে লাখপতি আকুল

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিকের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত